সৌদি প্রবাসী বিএনপি নেতা ফজলুল কাদেরের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 


মাহমুদুল করিম মাহমুদঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৌদি আরবের প্রবিত্র মক্কা গোল এমারা রিয়াদাখের কমিটির সভাপতি ফজলুল কাদেরের মায়ের মৃত্যুতে গোল এমারা ও রিয়াদেখার কমিটির নেতৃবৃন্দের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার মক্কাস্থ এক মিলনায়তনে অত্র কমিটির সাধারণ সম্পাদক হাফেজ আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাফর আলমের যৌথ সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম জহির আহমেদ।প্রধান বক্তা ছিলেন প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শামসুল আলম আজাদ ও সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি ফজলুল কাদের।

অত্র কমিটির প্রধান উপদেষ্টা সৈয়দ আলম,সিঃ সহসভাপতি তৌহিদুল ইসলাম শাহিন ও সহসভাপতি নুরুল আজিমের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন, সৈয়দুল হক, বেলাল উদ্দীন,আমানুল্লাহ, কামাল খান,সাইফুল ইসলাম, রেজাউল করিম রাজু, গায়ক আমানু,যুবনেতা ফাহাদ,আলম সহ অসংখ্য প্রবাসী বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। 

আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন প্রবিত্র মক্কা গোল এমারা রিয়াদাখের কমিটির সভাপতি ফজলুল কাদের৷ 

উল্লেখ্য, ঈদগাঁও দরগাপাড়াস্থ মাস্টার( অবঃ) মৌলবী শফিক আহমদ এর সহধর্মিণী ছুরুত জামান (৬৫) ক্যান্সার আক্রান্ত হয়ে গত ১৩ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সিরাজগঞ্জ ক্যান্সার হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে ৬ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন৷

Comments

সর্বাধিক পঠিত সংবাদ পড়ুন

মহেশখালীতে চলাচলের রাস্তা না থাকায় ধান ক্ষেতের উপর দিয়ে লাশ বহন !

ইসলামপুর থেকে লক্ষাধিক পিস ইয়াবাসহ আ'লীগ নেতার পুত্র ধরা,পুলিশ বলছে মাত্র ৪০ পিস ইয়াবা উদ্ধার

রোহিঙ্গাদের অধিকাংশ পাসপোর্ট চট্টগ্রাম হালি শহরের ঠিকানায়!

রামু রশিদ নগরে নিজের মা'কে মেরে রক্তাক্ত করল কুলাঙ্গার ছেলে

কক্সবাজার সদরে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেল বর

চকরিয়াতে অপহরনকারীর মাইক্রোবাস থেকে লাফিয়ে ২ শিশুর রক্ষা।

টেকনাফের রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা গডফাদার নুর মোহাম্মদ বন্দুক যুদ্ধে নিহত

কোরআন মুখস্ত করার সময় আগুনে পুড়ে শহীদ হল মাদ্রাসার ২৭ শিশু!

সাঈদীর মুক্তি চেয়ে বিভিন্ন দেশে অবস্থানরত রেমিট্যান্স যুদ্ধাদের বিবৃতি | ঈদগাঁও টিভি ডটকম

ডিসি ঐ রুমে বিশেষ অপারেশনের সময় বাইরে লাল বাতি জ্বালিয়ে দিতেন