রামু রশিদ নগরে নিজের মা'কে মেরে রক্তাক্ত করল কুলাঙ্গার ছেলে
কক্সবাজার রামুর রশিদ নগর ৮ নং ওর্য়াড় মোরাপাড়া এলাকায় ২৩ আগষ্ট নিজ গর্ভধারনী মাকে মেরে রক্তাক্ত করল ছেলে। প্রাপ্ত তথ্যে প্রকাশ,পল্লী বিদ্যুতের বিল চাওয়াকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটির জের ধরে ছেলে রায়হান উদ্দীন এবং স্ত্রী মিলে অতি দরিদ্র পিতা নুরুল আজিম ও মাতা ছফুরা বেগমকে মারধর করে। এসময় মাতা ছফুরা বেগমকে রক্তাক্ত অবস্থায় রাত ১১ বাড়ী থেকে বের করে দেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত ছফুরা বেগমকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যা করানো হয়। এ রির্পোট লিখাকালীন সময়ে জোয়ারিয়ানালা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেত্রী নয়ন মনি জানান,গরীব অসহায় পিতা, মাতাকে সামান্য পল্লি বিদ্যুতের বিলের জন্য ছেলে রায়হান মারধর করে। বর্তমানে চিকিৎস্যা শেষে মাতা ছফুরা বেগম তাহার নিজ বাড়ীতে রয়েছে এবং এ নিয়ে অভিযোগ দ্বায়ের করা হবে বলে জানান মাতা ছফুরা বেগম। অভিযুক্ত ছেলের সাথে যোগাযোগ সম্ভব না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অপরদিকে অসহায় পিতা নুরুল আজিম এ ব্যাপারে প্রসাশনের সহযোগীতা কামনা করেন।

Comments
Post a Comment