রামু রশিদ নগরে নিজের মা'কে মেরে রক্তাক্ত করল কুলাঙ্গার ছেলে




কক্সবাজার রামুর রশিদ নগর ৮ নং ওর্য়াড় মোরাপাড়া এলাকায় ২৩ আগষ্ট নিজ গর্ভধারনী মাকে মেরে রক্তাক্ত করল ছেলে। প্রাপ্ত তথ্যে প্রকাশ,পল্লী বিদ্যুতের বিল চাওয়াকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটির জের ধরে ছেলে রায়হান উদ্দীন এবং স্ত্রী মিলে অতি দরিদ্র পিতা নুরুল আজিম ও মাতা ছফুরা বেগমকে মারধর করে। এসময় মাতা ছফুরা বেগমকে রক্তাক্ত অবস্থায় রাত ১১ বাড়ী থেকে বের করে দেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত ছফুরা বেগমকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যা করানো হয়। এ রির্পোট লিখাকালীন সময়ে জোয়ারিয়ানালা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেত্রী নয়ন মনি জানান,গরীব অসহায় পিতা, মাতাকে সামান্য পল্লি বিদ্যুতের বিলের জন্য ছেলে রায়হান মারধর করে। বর্তমানে চিকিৎস্যা শেষে মাতা ছফুরা বেগম তাহার নিজ বাড়ীতে রয়েছে এবং এ নিয়ে অভিযোগ দ্বায়ের করা হবে বলে জানান মাতা ছফুরা বেগম। অভিযুক্ত ছেলের সাথে যোগাযোগ সম্ভব না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অপরদিকে অসহায় পিতা নুরুল আজিম এ ব্যাপারে প্রসাশনের সহযোগীতা কামনা করেন।

Comments

সর্বাধিক পঠিত সংবাদ পড়ুন

মহেশখালীতে চলাচলের রাস্তা না থাকায় ধান ক্ষেতের উপর দিয়ে লাশ বহন !

ইসলামপুর থেকে লক্ষাধিক পিস ইয়াবাসহ আ'লীগ নেতার পুত্র ধরা,পুলিশ বলছে মাত্র ৪০ পিস ইয়াবা উদ্ধার

রোহিঙ্গাদের অধিকাংশ পাসপোর্ট চট্টগ্রাম হালি শহরের ঠিকানায়!

কক্সবাজার সদরে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেল বর

চকরিয়াতে অপহরনকারীর মাইক্রোবাস থেকে লাফিয়ে ২ শিশুর রক্ষা।

টেকনাফের রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা গডফাদার নুর মোহাম্মদ বন্দুক যুদ্ধে নিহত

কোরআন মুখস্ত করার সময় আগুনে পুড়ে শহীদ হল মাদ্রাসার ২৭ শিশু!

সাঈদীর মুক্তি চেয়ে বিভিন্ন দেশে অবস্থানরত রেমিট্যান্স যুদ্ধাদের বিবৃতি | ঈদগাঁও টিভি ডটকম

ডিসি ঐ রুমে বিশেষ অপারেশনের সময় বাইরে লাল বাতি জ্বালিয়ে দিতেন