চকরিয়াতে অপহরনকারীর মাইক্রোবাস থেকে লাফিয়ে ২ শিশুর রক্ষা।
ঈদগাঁও টিভি ডটকমঃ
চকরিয়াতে অপহরনকারীর মাইক্রোবাস থেকে লাফিয়ে ২ শিশুর রক্ষা।
তাদের বাড়ী কক্সবাজার পুলিশ লাইনের সামনে বলে জানাগেছে।
একই গাড়িতে আরো ২ কন্যা শিশু ছিল বলে জানিয়েছে উদ্ধার হওয়া শিশুরা।
এরা দু'জনই বর্তমানে চকরিয়ার থানা হেফাজতে আছে।
তাদরে প্রাথমিক তথ্যে জানা গেছে একজনের নাম
মির আহমদ,পিতা মোহাং আইয়ুব (পান বিক্রেতা)।
২য় জন শরিয়ত উল্লাহ পিতা রহিম উল্লাহ (মালয়েশিয়া প্রবাসী)। তারা ২ জনই জোয়ারিয়া নালা এমদাদউলুম হেফজখানার ছাত্র বলে জানা গেছে।
বিস্তারিত আসছে

Comments
Post a Comment