সাঈদীর মুক্তি চেয়ে বিভিন্ন দেশে অবস্থানরত রেমিট্যান্স যুদ্ধাদের বিবৃতি | ঈদগাঁও টিভি ডটকম


আন্তর্জাতিক ডেস্কঃ  
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা এক যৌথ বিবৃতি দিয়েছেন৷ 
বিবৃতিতে প্রবাসী বাংলাদেশীরা বলেন, ‘বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘ ৫০ বছর দেশে-বিদেশে কুরআনের তাফসীর করেছেন। জাতীয় সংসদে তিনি দুবার নিজ এলাকা থেকে এমপি নির্বাচিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা পালন করেছেন। বহু মানুষ তার তাফসির শুনে ইসলামী জীবন-যাপনে উদ্বুদ্ধ হয়েছেন। মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। যার মুখে কুরআনের কথা শুনে মানুষ আল্লাহর পথে চলার প্রেরণা পেয়েছে, লাখো তরুণ আলোর দিশা পেয়েছে, তিনি আজ ১০ বছর যাবত কারাগারে বন্দি রয়েছেন। বর্তমানে তার বয়স ৮১ বছর। নানান জটিল রোগে তিনি আক্রান্ত।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণে মানুষের মাঝে চরম উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। এ অবস্থায় আল্লামা সাঈদীকে নিয়ে মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। দেশের মানুষ এবং প্রবাসীরা তার মুক্তি চায়। ইতোমধ্যে অনেক দেশ কারাবন্দিদের মুক্তি দিয়েছেন। এ পরিস্থিতিতে ধর্মীয়, মানবিক ও বয়সের বিবেচনায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার জন্য আমরা রেমিট্যান্স যুদ্ধারা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি।'

বিবৃতিতে স্বাক্ষর/সম্মতি জানিয়েছেন,
কাতার প্রবাসীঃ মোঃ আবুল কালাম,লায়েক ইবনে ফাজেল,মোঃ নজরুল ইসলাম, জুবায়ের আহমেদ,মুফিজুর রহমান,কামাল উদ্দিন,জহির উল্লাহ,আব্দু জলিল,মহসিন আলম,মনির হোসাইন,আব্দু সালাম,সালাহউদ্দীন আয়ুবী ও গিয়াসউদ্দিন।
সৌদি আরব প্রবাসীঃ আব্দুল মান্নান,মোস্তাফিজুর রহমান,মোর্শেদুর রহমান,লুৎফুর রহমান,মনজুর আলম,নুরুল ইসলাম লেদু,মোহাম্মদ আমিন,মনিরুল ইসলাম,রবিউল আব্বাস,শহিদুল ইসলাম,আব্দুর রশিদ,আফনাম চৌধুরী, আমিনুল ইসলাম, আজিজুর রহমান,আব্দুল হক, শাহজাহান,মোর্শেদুর রহমান,আব্দুল আলীম,হাফেজ নাছির,মোঃইব্রাহিম,আবু সুফিয়ান সহ প্রমূখ।
দুবাই প্রবাসীঃ মোঃ সেলিম রেজা,মোর্শেদ,নুরুল হাকিম,আবছার কামাল উল্লেখ যোগ্য।
কুয়েত প্রবাসীঃ রহিম উল্লাহ,হাফেজ ইব্রাহিম,মোহাম্মদ শফিক।মালয়েশিয়ান প্রবাসীঃ জয়নুল হাসান,আব্দুল আজিজ,আবছার কামাল।
ইরাক ও ইরান প্রবাসীঃ যথাক্রমে মনির মোহাম্মদ, শফিক আহমদ ও আসাদুজ্জামান রফিক।
অস্ট্রেলিয়ান প্রবাসীঃ মনির চৌধুরী, এমদাদুল হক ও মাহের চৌধুরী।
আফ্রিকান প্রবাসীঃ কাসেম, জসিম উদ্দিন সহ প্রমূখ৷
আমেরিকান প্রবাসীঃ ডা. আব্দুল হাকিম,আজিজুর রহমান, সৈয়দ আহমদ।
যুক্তরাজ্য প্রবাসীঃ এম রফিক উল্লাহ, ইব্রাহিম চৌধুরী ও সৈয়দ হোসেন।
ভারত প্রবাসীঃ তৌসিফ শাহরিয়ার,তৌহিদুর রহমান রাজু এবং ইব্রাহিম খলিল উল্লেখ যোগ্য।

Comments

সর্বাধিক পঠিত সংবাদ পড়ুন

মহেশখালীতে চলাচলের রাস্তা না থাকায় ধান ক্ষেতের উপর দিয়ে লাশ বহন !

ইসলামপুর থেকে লক্ষাধিক পিস ইয়াবাসহ আ'লীগ নেতার পুত্র ধরা,পুলিশ বলছে মাত্র ৪০ পিস ইয়াবা উদ্ধার

রোহিঙ্গাদের অধিকাংশ পাসপোর্ট চট্টগ্রাম হালি শহরের ঠিকানায়!

রামু রশিদ নগরে নিজের মা'কে মেরে রক্তাক্ত করল কুলাঙ্গার ছেলে

কক্সবাজার সদরে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেল বর

চকরিয়াতে অপহরনকারীর মাইক্রোবাস থেকে লাফিয়ে ২ শিশুর রক্ষা।

টেকনাফের রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা গডফাদার নুর মোহাম্মদ বন্দুক যুদ্ধে নিহত

কোরআন মুখস্ত করার সময় আগুনে পুড়ে শহীদ হল মাদ্রাসার ২৭ শিশু!

ডিসি ঐ রুমে বিশেষ অপারেশনের সময় বাইরে লাল বাতি জ্বালিয়ে দিতেন