জাগ্রত জালালাবাদের উদ্যোগে কোভিড-১৯ টিকার রেজিষ্ট্রেশন ফরম বিতরণ
প্রেস বিজ্ঞপ্তিঃ
জাগ্রত জালালাবাদ সংগঠনের প্রধান উপদেষ্টা ও কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ কামরুল আহসান এবং বিশেষ উপদেষ্টা তথা জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ এর নির্দেশনায় করোনার এই বিস্তারেও কোভিড - ১৯ টিকার রেজিষ্ট্রেশন সহ ফরম বাড়িতে পৌছেঁ দিয়েছে জাগ্রত জালালাবাদ।
শনিবার (৭ ই আগষ্ট) সকাল ৭ টায় জাগ্রত জালালাবাদের স্থায়ী কার্যালয় এবং জনসাধারণের বাড়িতে বাড়িতে প্রায় শতাধিক ফরম পৌছেঁ দিয়েছে জাগ্রত জালালাবাদ।
করোনার এই সংকটকালীন মুহুর্তেও মানবতার সেবায় ধারাবাহিকতার সহিত এহেন সামাজিক ও সেবামূলক কাজ অব্যাহত রেখে সর্বজনে প্রশংসিত হয়েছে জাগ্রত জালালাবাদ।
জাগ্রত জালালাবাদ এর উদ্যোগে এহেন সহযোগিতা পেয়ে তৎ সংশ্লিস্ট ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা ও দীর্ঘায়ু কামনা করেছে।
ইতিপূর্বেও সংগঠনটি সামাজিক ও মানবিক কাজ করেছে এবং আগামীতেও অব্যাহত থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দ আশা ব্যক্ত করছে।

Comments
Post a Comment