বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদগাঁও ইউনিয়ন বিএনপির ৪র্থ বারের মত ত্রান বিতরণ সম্পন্ন
মাহমুদুল করিম মাহমুদঃ
কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উপশহর ও সদ্য ঘোষিত ঈদগাঁও উপজেলার আওতাধীন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল এর পক্ষে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে করোনা মহামারি ও ভারীবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপি পরিবার।
আজ ৭ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় ঈদগাঁও উপজেলা বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির
সভাপতি আব্দুস সালমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাঃ এহসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি।
এ-সময় নেতৃবৃন্দ বলেন, ‘জননেতা লুৎফুর রহমান কাজলের পক্ষে ঈদগাঁও ইউনিয়ন বিএনপি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায়ের মাঝে ৪র্থ বারের মত ত্রান বিতরণ করছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে’৷
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজমগীর,সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,সহ-দপ্তর সম্পাদক শফিউল আলম শান্ত, সদস্য মোস্তফা কামাল,ঈদগাঁও উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোক্তার আহম্মদ,উপজেলা যুবদলনেতা আলমগীর ,ছাত্রদলনেতা সাজ্জাদ,সোহেল রানা সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ত্রান সামগ্রী বিতরণ শেষে দেশ ও প্রবাস থেকে বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা।

Comments
Post a Comment