ঈদগাঁও টিভির প্রধান নির্বাহীর সৌদি আরব গমন,দোয়া কামনা
জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঈদগাঁও টিভির প্রধান সম্পাদক মাহমুদুল করিম মাহমুদ ১৮ আগষ্ট রাত ১১ টার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঈদগাঁও থেকে যাত্রা শুরু করেন।
ঈটিভির প্রধান সম্পাদকের বিদেশ যাত্রার খবরে একনজরে দেখতে ও খবরাখবর নিতে ঈদগাঁও বাস ষ্টেশনে ঈটিভির সাংবাদিক বৃন্দ,ঈদগাঁও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ,প্রশাসনের কর্মকর্তা, বিএনপি-আ'লীগ ও যুবদল,ছাত্রদল দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বন্ধু মহল বাস ষ্টেশনে জড়ো হন৷
এসময় ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মাহমুদুল করিমের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
পরে ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনির নেতৃত্বে দলটির নেতাকর্মীরা সাবেক ছাত্রনেতা কে ফুলেল শুভেচ্ছা জানান৷
নব ঘোষিত ঈদগাঁও উপজেলার ব্যবসায়িক সংগঠন জয়েন্ট বিজনেস সেন্টারের সভাপতি ও সিঃ সহসভাপতির নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ সামাজিক দুরত্ব বজায় রেখে সংবর্ধনা দেন৷
পরে ঈদগাঁও টিভির বার্তা সম্পাদক নুরুল আজিম মিন্টু ও জেলা প্রতিনিধি আজিজুর রহমান ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন৷
উপস্থিত সকলে তরুণ সংবাদকর্মী মাহমুদুল করিমের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
জানা গেছে, ঈদগাঁও টিভির প্রধান সম্পাদক মাহমুদুল করিম মাহমুদ বাংলাদেশ বিমানের বিজি-৪০৩৫ নাম্বার ফ্লাইটে করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ঃ৪৫ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা করবেন এবং প্রাতিষ্টানিক কোয়ারান্টাইন শেষে তিনি মক্কায় তার কর্মস্থলে ফিরবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

Comments
Post a Comment