বর্ন্যাতদের মাঝে ডাঃ ইউসুফ আলীর খাবার বিতরণ | ঈদগাঁও টিভি
সংবাদ পরিবেশকঃ
কক্সবাজারের নব গঠিত ঈদগাঁও উপজেলার বন্যা প্লাবিত এলাকা পোকখালী ইউনিয়নের পানিবন্দি লোকজনের মাঝে শুকনা খাবার বিতরন করলেন মানবতার সেবক ডা: ইউসুফ আলী।
৩০ জুলাই সকল ১১টার দিকে পোকখালী ইউনিয়ন ৩নং ওয়ার্ড মধ্য পোকখালী ফকির পাড়া ও ২নং ওয়ার্ড পূর্ব পোকখালী জমসিকদার পাড়া বন্যার পানিতে প্লাবিত হওয়া অসংখ্য ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়ীতে নিজে গিয়ে শুকনা খাবার পৌছে দেন ঈদগাঁওর মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: মোঃ ইউসুফ আলী।
শুকনো খাবার বিতরণের সময় সহযোগী সংগঠন হিসাবে সহযোগিতা করেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক মোঃ উসমান গণি (ইলি) ও ছাত্রলীগের সভাপতি সোরাইম, সাধারণ সম্পাদক মোঃ হাসান এম আব্দুল্লাহ মিয়াজী,ফয়সালা উদ্দীন, মাওলানা নুরুল আলম,মাওলানা হাবিবুর রহমান সাইফুল ইসলাম, মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন পোকখালী ইউনিয়ন শাখার সহ সভাপতি মাওলানা শামসুল হক,সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন কাদের ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের ইমন, মোছা, মোবারকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় ক্ষতিগ্রস্থ মানুষ গুলো শুকনা খাবারের প্যাকেট পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে ডাক্তারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে দোয়া ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। উল্লেখ যোগ্য মানবতার সেবক ডাক্তার ইউসুফ আলী ঈদগাঁও নব গঠিত উপজেলা বিভিন্ন রোগীদের ফ্রি চিকিৎসাসহ নানাভাবে সহযোগিতা করে আসচ্ছেন বলে জানা যায়।

Comments
Post a Comment