বন্যার্তদের মাঝে চাউল বিতরণ করলো ঈদগাঁও ইউনিয়ন পরিষদ | ঈদগাঁও টিভি
মাহমুদুল করিম মাহমুদঃ
কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উপশহর ও সদ্য ঘোষিত ঈদগাঁও উপজেলায় প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাজারো মানুষ পানিবন্দি হয়ে অসহায় জীবন যাপন করছে এমন সংবাদে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়ের নির্দেশনায় ট্যাগ অফিসার, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে বন্যার্তদের মাঝে জিআর চাউল বিতরণ করা হয়েছে৷
৩০ জুলাই শুক্রবার ঈদগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসহায়দের মাঝে এ-সব চাউল বিতরণ করা হয়।
এসময় চেয়ারম্যান ও ট্যাগ অফিসার জানান, ‘উপজেলা প্রশাসনের পক্ষে প্রত্যেক বন্যাদূর্গতদের মাঝে চাউল বিতরণ করা হচ্ছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে’।
চাউল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৮ নাম্বার ওয়ার্ড থেকে আসা বৃদ্ধা ছমুদা বেগম৷


Comments
Post a Comment