জাগ্রত জালালাবাদ সংগঠনের উদ্যোগে কুরবানীর "ফুড প্যাক" বিতরণ
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ও জাগ্রত জালালাবাদ সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর কামরুল আহসান ও তার পরিবারবর্গের একান্ত সহযোগিতায় জালালাবাদে কৃষক,কর্মহীন, শিক্ষক ,অসুস্থ ও বয়স্ক মানুষের মাঝে "ফুড প্যাক" তথা কুরবানীর মাংস রান্নার যাবতীয় মসলা সামগ্রী বিতরণ করা হয়েছে৷
১৯ জুলাই সোমবার সংগঠনটির স্থায়ী কার্যালয়ে এসব সামগ্রী বলে বিতরণ করা হয়৷
সংগঠনের এহেন সামাজিক ও মানবিক কর্মকান্ড দেখে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জাগ্রত জালালাবাদ সংগঠনের প্রশংসায় পঞ্চমুখ। তারা সংগঠনের এরুপ সামাজিক কাজ অব্যাহত রাখার বিষয়েও মতামত ব্যক্ত করেন।
সংগঠনটির সভাপতি মোবারক হোসাইন সাঈদ ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের প্রত্যক্ষ উপস্থিতে ও যাচাই-বাচাই এর মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অর্ধশত পরিবারে কুরবানীর মাংস রান্নার সামগ্রী বিতরণ করেন। উক্ত সামাজিক কাজকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে এবং দাতা ও তৎ পরিবারের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।
সংগঠনের উক্ত "ফুড প্যাক" ( তৈল , মশলা, মরিছের গুড়া ,হলুদের গুড়া ,তেজপাতা,পিয়াঁজ,রসুন,আদা,আলো) বিতরণে যারা প্রত্যক্ষ উপস্থিত থেকে অধিকতর সহযোগিতায় ছিলেন, সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আইয়ুব,সাংগঠনিক সম্পাদক নওশাদ উদ্দিন রিজভী,যুগ্ন সাংগঠনিক সম্পাদক আবরার মাহমুদ অনি, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, তাহিদুল হাসান ফাহিম,যুগ্ম তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শাহরিয়ার আবরার অপি, দপ্তর সম্পাদক, নুর আহমদ, নির্বাহী সদস্য, নুসাইব মাহমুদ আদিল আদিল, জিসান মাহমুদ, আরফাতুর রহমান আরফাত সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Comments
Post a Comment