কক্সবাজারে শ্রম অধিদপ্তর কার্যালয় করার দাবি জানিয়েছেন রোকন আহমেদ

 


বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়াকার্স এমপ্লয়িজ ফেডারেশন কর্তৃক আয়োজিত"কেমন আছে পর্যটন খাতের শ্রমিক -শ্রম আইনে ও করোনাকালে ”   এক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়াকার্স এমপ্লয়িজ ফেডারেশনের আহবায়ক রাশেদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায়  ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের পর্যটন সেক্টরের বিভিন্ন কার্যাবলী তুলে ধরেন।

এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন 

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরুজ।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ  অধ্যাপক আনু মোহাম্মদ। 


সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য শ্রমিক জননেতা রাজেকুজ্জামান রতন। 

জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ( স্কপ) কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম সদস্য সাইফুজ্জামান বাদশা। 

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ সভাপতি ওসমান আলী। উত্তরাঞ্চল হোটেল রেস্তোরাঁ শ্রমিক পরিষদের সদস্য সচিব আব্দুল মমিন মন্ডল। 

এসময় কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলার প্রতিনিধি  রোকন আহমেদ রাকিব বলেন শ্রমিকদের সুরক্ষার জন্য কক্সবাজারে কোন শ্রমিক অধিদপ্তর নাই। তাই কক্সবাজারে শ্রমিক অধিদপ্তরের কার্যালয় করার জন্য কক্সবাজারবাসীর পক্ষ থেকে জুরালো দাবি জানান। এসময় কেন্দ্রীয় নেতা আরও বলেন করোনাকালে পর্যটন শিল্পের সাথে জড়িত নানা পেশাজীবীদের জন্য আর্থিক কিংবা খাদ্য সহায়তার ব্যবস্থা করে যেন সব শ্রেণির মানুষে পায় তার জন্য অনুরোধ করেন।

Comments

সর্বাধিক পঠিত সংবাদ পড়ুন

মহেশখালীতে চলাচলের রাস্তা না থাকায় ধান ক্ষেতের উপর দিয়ে লাশ বহন !

ইসলামপুর থেকে লক্ষাধিক পিস ইয়াবাসহ আ'লীগ নেতার পুত্র ধরা,পুলিশ বলছে মাত্র ৪০ পিস ইয়াবা উদ্ধার

রোহিঙ্গাদের অধিকাংশ পাসপোর্ট চট্টগ্রাম হালি শহরের ঠিকানায়!

রামু রশিদ নগরে নিজের মা'কে মেরে রক্তাক্ত করল কুলাঙ্গার ছেলে

কক্সবাজার সদরে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেল বর

চকরিয়াতে অপহরনকারীর মাইক্রোবাস থেকে লাফিয়ে ২ শিশুর রক্ষা।

টেকনাফের রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা গডফাদার নুর মোহাম্মদ বন্দুক যুদ্ধে নিহত

কোরআন মুখস্ত করার সময় আগুনে পুড়ে শহীদ হল মাদ্রাসার ২৭ শিশু!

সাঈদীর মুক্তি চেয়ে বিভিন্ন দেশে অবস্থানরত রেমিট্যান্স যুদ্ধাদের বিবৃতি | ঈদগাঁও টিভি ডটকম

ডিসি ঐ রুমে বিশেষ অপারেশনের সময় বাইরে লাল বাতি জ্বালিয়ে দিতেন