ঈদগাঁওতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অ্যাকশন শুরু | ঈদগাঁও টিভি

 

কক্সবাজার সদরের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে সন্দেহভাজন আড্ডাবাজ ৬ যুবক ও কিশোরকে আটক করা হয়েছে। পরে তাদেরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

জানা গেছে, ঈদগাঁও থানাধীন এলাকার বিভিন্ন স্পর্শ কাতর স্থান ও সন্দেহভাজন স্থানে আড্ডা দেয়া ও অহেতুক সন্দেহভাজন স্থানে ঘুরাঘুরির করা যুবক ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে ২৭ মে থেকে পুলিশী অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ আড্ডাবাজ কিশোর এবং যুবককে আটক করা হয়।

২৭ মে সন্ধ্যা ৭ টার দিকে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিমের নেতৃত্বে এসআাই রেজাউলসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও বাসস্টেশনস্থ সেইফ ইসলামী মার্কেটের ছাদে এ অভিযান চালানো হয়। এসময় সেখানে আড্ডারত ৬ কিশোর ও যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। সন্দেহভাজন আটককৃতরা হলো-নাছির (১৮)

মো. পারভেজ (২০), মামুন (১৯), মো. আম্মার (১৮), ইউনুচ (১৮) ও ইমন (২০)।

তারা সকলেই ঈদগাঁওয়ের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পরে আটককৃতদের ব্যাপারে পুলিশ ঝাচাই বাচাই শেষে রাত ৯ টার দিকে আটক ৬ আড্ডাবাজকে তাদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। আটককৃতরা ছাত্র ও দোকান কর্মচারী বলে জানা গেছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম বলেন, সন্দেহভাজন হিসেবে ৬ আড্ডাবাজ কিশোর ও যুবককে আটক করার পর যাচাই বাছাই শেষে তাদেরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

কিশোরগ্যাংদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Comments

সর্বাধিক পঠিত সংবাদ পড়ুন

মহেশখালীতে চলাচলের রাস্তা না থাকায় ধান ক্ষেতের উপর দিয়ে লাশ বহন !

ইসলামপুর থেকে লক্ষাধিক পিস ইয়াবাসহ আ'লীগ নেতার পুত্র ধরা,পুলিশ বলছে মাত্র ৪০ পিস ইয়াবা উদ্ধার

রোহিঙ্গাদের অধিকাংশ পাসপোর্ট চট্টগ্রাম হালি শহরের ঠিকানায়!

রামু রশিদ নগরে নিজের মা'কে মেরে রক্তাক্ত করল কুলাঙ্গার ছেলে

কক্সবাজার সদরে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেল বর

চকরিয়াতে অপহরনকারীর মাইক্রোবাস থেকে লাফিয়ে ২ শিশুর রক্ষা।

টেকনাফের রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা গডফাদার নুর মোহাম্মদ বন্দুক যুদ্ধে নিহত

কোরআন মুখস্ত করার সময় আগুনে পুড়ে শহীদ হল মাদ্রাসার ২৭ শিশু!

সাঈদীর মুক্তি চেয়ে বিভিন্ন দেশে অবস্থানরত রেমিট্যান্স যুদ্ধাদের বিবৃতি | ঈদগাঁও টিভি ডটকম

ডিসি ঐ রুমে বিশেষ অপারেশনের সময় বাইরে লাল বাতি জ্বালিয়ে দিতেন