জাগ্রত জালালাবাদ সংগঠনের উদ্যোগে ‘ক্লিন জালালাবাদ’ স্লোগানে পরিস্কার অভিযান সম্পন্ন


সংবাদ বিজ্ঞপ্তিঃ

 কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ও জাগ্রত জালালাবাদ সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর কামরুল আহসানের নিদের্শনায় জাগ্রত জালালাবাদ সংগঠনের উদ্যোেগে 'ক্লিন জালালাবাদ' স্লোগানে জালালাবাদের বিভিন্ন স্থানে পরিস্কার ও পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন হয়েছে। 

সংগঠনটির সভাপতি মোবারক হোসাইন সাঈদ এর প্রত্যক্ষ উপস্থিতিতে উক্ত অভিযান পরিচালিত হয়।

এ সময় তিনি আল হাদীসের বাণী 'পবিত্রতা ঈমানের অঙ্গ'কে প্রতিপাদ্য বিষয় হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পরিস্কার ও পরিচ্ছন্ন দেশ উপহার দিতে সকলে মিলে এক সাথে  কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জাগ্রত জালালাবাদ সংগঠনের নেতৃবৃন্দ 

যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে নানাবিধ রোগের ঝুঁকি যেমনি বাড়ে, ঠিক তেমনি এলাকার  সৌন্দর্য হানিও ঘটে বলে মন্তব্য করেন। 

'ক্লিন জালালাবাদ' অভিযানের মাধ্যমে জাগ্রত জালালাবাদ  সংগঠন পুরো জালালাবাদকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদী সংগঠনটির নেতৃবৃন্দের৷ 

অভিযান পরিচালনাকাকে প্রত্যক্ষদর্শীদের মধ্যে  ডা.ওসমান গণি  'ক্লিন জালালাবাদ' উদ্যোগকে স্বাগত  জানান এবং মানুষের মাঝে স্বাস্থ্য ঝুঁকিও হ্রাস পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।ডা.জসিম উদ্দিন এলাকার যুব সমাজের এহেন কর্মকাণ্ড দেখে সাধুবাদ জানান এবং সকলকে উক্ত কাজে সহযোগিতার আহবান জানান৷ 

মোহাম্মদ শুয়াইব,আজিজুল হক,আবছার কামাল,এহছানুল হক,জাফর আলম, মোহাম্মদ হানিফ,মোহাম্মদ ইব্রাহিম সহ প্রমুখ জাগ্রত জালালাবাদ সংগঠনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আইয়ুব,সাংগঠনিক সম্পাদক নওশাদ উদ্দিন রিজভী,যুগ্ন সাংগঠনিক সম্পাদক আবরার মাহমুদ অনি,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তাহিদুল হাসান ফাহিম,দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ,নির্বাহী সদস্য নুসাইব মাহমুদ আদিল ও আশরাফুর রহমান আরফাত সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Comments

সর্বাধিক পঠিত সংবাদ পড়ুন

মহেশখালীতে চলাচলের রাস্তা না থাকায় ধান ক্ষেতের উপর দিয়ে লাশ বহন !

ইসলামপুর থেকে লক্ষাধিক পিস ইয়াবাসহ আ'লীগ নেতার পুত্র ধরা,পুলিশ বলছে মাত্র ৪০ পিস ইয়াবা উদ্ধার

রোহিঙ্গাদের অধিকাংশ পাসপোর্ট চট্টগ্রাম হালি শহরের ঠিকানায়!

রামু রশিদ নগরে নিজের মা'কে মেরে রক্তাক্ত করল কুলাঙ্গার ছেলে

কক্সবাজার সদরে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেল বর

চকরিয়াতে অপহরনকারীর মাইক্রোবাস থেকে লাফিয়ে ২ শিশুর রক্ষা।

টেকনাফের রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা গডফাদার নুর মোহাম্মদ বন্দুক যুদ্ধে নিহত

কোরআন মুখস্ত করার সময় আগুনে পুড়ে শহীদ হল মাদ্রাসার ২৭ শিশু!

সাঈদীর মুক্তি চেয়ে বিভিন্ন দেশে অবস্থানরত রেমিট্যান্স যুদ্ধাদের বিবৃতি | ঈদগাঁও টিভি ডটকম

ডিসি ঐ রুমে বিশেষ অপারেশনের সময় বাইরে লাল বাতি জ্বালিয়ে দিতেন