বেতনের টাকায় এলাকার হতদরিদ্রের জন্য ত্রানের ব্যবস্থা করলেন পুলিশ কনস্টেবল ইমরুল
ইউসুফ নবী
ঈদগাঁও টিভি ডটকমঃ
পৃথিবীতে করোনা বড়সড় ভাবে আঘাত করেছে৷ মানুষকে কর্মহীন করে দিয়েছে৷ ব্যবসা-বাণিজ্য বন্ধ। লকডাউনে স্থবির হয়ে পড়েছে মানুষের জীবনযাপন।খাদ্যের অভাবে নিম্ন আয়ের মানুষের বাড়ছে হাহাকার। তীব্র খাদ্য সংকটে থাকা এমন মানুষের পাশে দাঁড়াচ্ছে এলাকার বিত্তবানরা৷আবার অনেকে ত্রাণ দিচ্ছে ফটোশেসনের জন্য।এক্ষেত্রে একদমই ব্যাতিক্রম বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত (এসএফ শাখা) পুলিশ কনস্টেবল ইমরুল কায়ছার শিমুল।
মানবিক পুলিশ শিমুলের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে৷ বাবা ইউনিয়ন আ'লীগের সহসভাপতি সাবেক মেম্বার ছৈয়দ আলম।
দূরে থাকলেও এলাকার হতদরিদ্রের কান্না শুনতে পেয়েছেন তিনি৷ এলাকার কর্মহীনদের জন্য জরুরি ত্রানের ব্যবস্থা করলেন। তাও বেতনের টাকা দিয়ে৷ তিনি অন্যদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দূরে থাকার পরও ইচ্ছা থাকলে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।
দেশের ক্লান্তিকাল সময়ে কর্মহীন ও এলাকার হতদরিদ্রের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যাপারে ঈদগাঁও টিভি ডটকম থেকে যোগাযোগ করা হলে তিনি জানান,'লোক দেখানো নয়,এলাকার মানুষের কষ্টের কিছুটা ভাগ নিতেই তাদের জন্য অল্প কিছু করা'৷
তিনি জানান,'উচ্চবিত্তের মানুষরা কয়েক মাসের জন্য খাবার জমিয়ে রেখেছে।নিম্ন আয়ের মানুষরা কিছুটা সাহায্য পাচ্ছে। কিন্তু মধ্যবিত্তের মানুষরা না পারছে কয়েক মাসের খাদ্য জমাতে না পারছে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে। এই সব মানুষের সাহায্যের জন্য আমি প্রস্তুত আছি'।
ফটোসেশান নয়, অন্ততের অন্তরস্থল থেকে এলাকার হতদরিদ্র ও কর্মহীনদের পাশে থাকার অনুরোধ করেন এই মানবিক পুলিশ কনস্টেবল ইমরুল কায়ছার শিমুল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল)নিজ বাড়ি ইসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে পরিবারের তত্বাবধানে প্রায় ৪০ টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিমুলের বাবা সাবেক মেম্বার সৈয়দ আলম,বড় ভাই হারুন,ছোট ভাই ছাত্রনেতা সৈয়দ মোহাম্মদ তামিম৷


নাইচ
ReplyDelete