বাঁচতে চায় জনপ্রিয় ধারাভাষ্যকার সাকলাইন,সহযোগিতা কামনা

বাঁচতে চায় জনপ্রিয় ধারাভাষ্যকার সাকলাইন,সহযোগিতা কামনা

শফিউল আলম শান্ত
প্রধান নির্বাহী,রাজনীতি বিভাগ
ঈটিভি নিউজ ডটকমঃ

সম্মানীত বিশিষ্টজন-
ঈদগাঁও উপজেলার ক্রীড়াঙ্গন জগতের সুপরিচিত সকলের প্রিয় ধারাভাষ্যকার সাকলাইন মোস্তাক দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে খুবই মানবেতর জীবনযাপন করে আসছে।

নিজের সম্বল বলতে পিতার ভিটে জমিন ছাড়া কিছুই নাই।
এমতাবস্থায় নিজের সাধ্যমতো চিকিৎসা করে ব্যর্থ হওয়ার পর অনেক মহানুভব ও হ্নদয়বান মানুষের দ্বারস্থ হওয়াতে অনেকেই সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

কিন্তু বিধি বাম,একটা রোগের দীর্ঘমেয়াদি ওষুধ খেতে খেতে আরো কয়েকটা রোগের জন্ম হয়।তার এখন
হার্টের সমস্যা,কিডনির সমস্যা সহ অনেক সমস্যা দেখা যাচ্ছে।
পাশাপাশি নতুনভাবে ডায়াবেটিস ধরা পড়ার কারণে রোগা মাথায় বেল পড়ার কান্ড ঘটেছে।

সেই হয়ত বেশিদিন বাঁচবে না এই পৃথিবীতে। রবের ডাকে সাড়া দিয়ে চলে যাবে হাজিরা দিতে৷
আমরা বিত্তশালীরা কি পারি না যত দিন বাঁচে তত দিন পেট ভরে ২ বেলা ভাতের ব্যবস্থা করে দিতে?


তিনি ঈদগাঁও টিভির মাধ্যমে সকলের দুয়া এবং সহযোগিতা কামনা করেছেন৷

আর্থিক সহায়তা পাঠাতে সাকলাইন মোস্তাক’র ব্যাংক একাউন্ড-০৯৬৩২০১০০০০১৮০৮৩ ইউসিবি, ঈদগাঁও ব্রাঞ্চ। যোগাযোগ ০১৮১৮-১২৯১৫০,   বিকাশ ব্যক্তিগত নম্বর-০১৮২৩৫৫৮৩৮১।

Comments

  1. আল্লাহ তাকে সুস্ততা দান করুক আমিন

    ReplyDelete
  2. আল্লাহ তাকে সুস্ততা দান করুক আমিন

    ReplyDelete

Post a Comment

সর্বাধিক পঠিত সংবাদ পড়ুন

মহেশখালীতে চলাচলের রাস্তা না থাকায় ধান ক্ষেতের উপর দিয়ে লাশ বহন !

ইসলামপুর থেকে লক্ষাধিক পিস ইয়াবাসহ আ'লীগ নেতার পুত্র ধরা,পুলিশ বলছে মাত্র ৪০ পিস ইয়াবা উদ্ধার

রোহিঙ্গাদের অধিকাংশ পাসপোর্ট চট্টগ্রাম হালি শহরের ঠিকানায়!

রামু রশিদ নগরে নিজের মা'কে মেরে রক্তাক্ত করল কুলাঙ্গার ছেলে

কক্সবাজার সদরে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেল বর

চকরিয়াতে অপহরনকারীর মাইক্রোবাস থেকে লাফিয়ে ২ শিশুর রক্ষা।

টেকনাফের রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা গডফাদার নুর মোহাম্মদ বন্দুক যুদ্ধে নিহত

কোরআন মুখস্ত করার সময় আগুনে পুড়ে শহীদ হল মাদ্রাসার ২৭ শিশু!

সাঈদীর মুক্তি চেয়ে বিভিন্ন দেশে অবস্থানরত রেমিট্যান্স যুদ্ধাদের বিবৃতি | ঈদগাঁও টিভি ডটকম

ডিসি ঐ রুমে বিশেষ অপারেশনের সময় বাইরে লাল বাতি জ্বালিয়ে দিতেন